পদোন্নতি পেয়ে সেতু সচিব ফাহিমুল
৭ অক্টোবর ২০২৪ ১১:০৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৫
ঢাকা: সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ফাহিমুল ইসলাম। একইসঙ্গে তাকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকও করা হয়েছে। অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে তাকে নতুন এই পদায়ন করা হয়েছে।
এর আগে, সেতু বিভাগের দায়িত্বে ছিলেন সিনিয়র সচিব মো. মনজুর হোসেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় গত ১৮ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ফাহিমুলের পদোন্নতি ও পদায়নের মাধ্যমে ১৮ দিন পর নতুন সচিব পেল সেতু বিভাগ।
সোমবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে ফাহিমুল ইসলামকে পদোন্নতি দিয়ে নতুন পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ফাহিমুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়ে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও সেতু বিভাগের সচিব ছিলেন মো. মনজুর হোসেন। গত ১১ জুন তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে একই কর্মস্থলেই রাখা হয়েছিল। ১২ জুন থেকে তার সিনিয়র সচিব পদে পদোন্নতি কার্যকর হয়। নতুন সরকার দায়িত্ব নিলে তিন মাসের মাথায়ই তাকে ওএসডি করা হয়।
সারাবাংলা/জেআর/টিআর