বাংলাদেশের ব্যাটাররা ১৮০ রান তুলতে জানে না: শান্ত
৭ অক্টোবর ২০২৪ ০৮:৪১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৫
টেস্ট সিরিজের হতাশার পর টি-২০ সিরিজ দিয়েই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছেন নাজমুল হোসেন শান্তরা। ৭ উইকেটের দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলছেন, তার দলের ব্যাটাররা টি-২০ ম্যাচে ১৮০ রান তুলতে জানেন না।
ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লেতে বাংলাদেশ তুলেছে মাত্র ৩৯ রান। ব্যাটিং ব্যর্থতায় নিজেদের ইনিংস শেষে বাংলাদেশের ব্যাটাররা তুলেছেন ১২৭ রান। ভারত এই লক্ষ্য পেরিয়ে গেছে ৪৯ বল বাকি থাকতেই। তারা পাওয়ারপ্লেতে তুলেছিল ৭১ রান!
হারের পর শান্ত স্বীকার করে নিলেন, বাংলাদেশ টি-২০ তে বড় স্কোর করতে পারছে না, ‘আমাদের সক্ষমতা আছে। কিন্তু আমাদের উন্নতির অনেক জায়গা রয়েছে। আমরা গত কয়েক বছর ধরেই এভাবেই ব্যাটিং করে আসছি। মাঝে মাঝে আমরা ভালো করি। কিন্তু আমাদের পরিবর্তন আনতে হবে। আমরা ঘরের মাঠে ১৪০-১৫০ রানের পিচে খেলি। আমাদের ব্যাটাররা ১৮০ রান তুলতে জানে না। আমি শুধু পিচের দোষ দিব না। তবে আমাদের মানসিকতা ও স্কিলকেও মাথায় রাখতে হবে।’
বড় ব্যবধানে হারলেও বাংলাদেশ খুব একটা খারাপ খেলেনি বলেই দাবি শান্তর, ‘আমরা খুব খারাপ খেলেছি এমনটা বলব না। আমরা এর চেয়ে ভালো দল। এই ফরম্যাটে আমরা দীর্ঘ সময় ভালো করতে পারিনি। আমি ব্যক্তিগতভাবে কোন ক্রিকেটারের নাম নেব না। দল হিসেবেই আমরা ভালো খেলিনি। আমাদের বল বুঝে আক্রমণাত্মক হতে হবে। দ্রুত সিদ্ধান্ত নিলে হবে না, ভাবতে হবে।’
সারাবাংলা/এফএম