এখন থেকে আইএসপিএবি’র সবাই ‘সাধারণ সদস্য’
৬ অক্টোবর ২০২৪ ২০:৪০ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২৩:৩৫
ঢাকা: দীর্ঘদিনের দাবি মেনে বৈষম্যমুক্ত হয়েছে দেশে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। আগে সংগঠনটিতে সাধারণ ও সহযোগী সদস্য পদ থাকলেও এখন থেকে সবাই সাধারণ সদস্য হিসাবে বিবেচিত হবেন। তবে মাত্র কয়েকদিন হলো লাইসেন্সের আবেদন করেছেন কিংবা লাইসেন্স পেয়েছেন এমন সদস্যরা সাময়িক সময়ের জন্য সহযোগী হিসাবে বিবেচিত হবেন। একইসঙ্গে সংগঠনটিতে পর পর দুই বার কেউ যেন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত না হতে পারেন, সাধারণ সদস্যরা সেই জোর দাবি জানিয়েছেন।
রোববার (৫ সেপ্টেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এমন সিদ্ধান্ত এসেছে। আর সদস্যরাও এ সময় তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেছেন। ইএসপিএবি’র চার শতাধিক সাধারণ সদস্যদের মধ্যে দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন বলে সভাসূত্রে জানা গেছে।
জানতে চাইলে আইএসপিএবি’র ইমদাদুল হক সারাবাংলাকে বলেন, ‘সংগঠনে আগে সাধারণ ও সহযোগী সদস্য নামে দুটি ক্যাটগারি ছিল। ন্যাশন ওয়াইড আর ডিভিশন ছাড়া থানা ও জেলা লাইসেন্সধারীরা সবাই সহযোগী সদস্য হিসাবে বিবেচিত হবেন। এখন থেকে সংগঠনের সবাই সাধারণ সহযোগী হিসেবে বিবেচিত হবেন। এ ছাড়া সবেমাত্র লাইসেন্সের আবেদন করেছেন কিংবা লাইসেন্স পেয়েছেন এমন সদস্যরা সাময়িক সময়ের জন্য সহযোগী হিসেবে বিবেচিত হবেন। একটি সময় পর তারা সাধারণ সদস্য হয়ে যাবেন।’
এক প্রশ্নের জবারে তিনি বলেন, ‘সংগঠনটিতে পর পর দুই বার কেউ যেন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত না হতে পারেন এমন প্রস্তাব এসেছিল। তবে তা পাস হয়নি।’
সভার সিদ্ধান্ত বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া জানান, এখন থেকে সবাই জেনারেল মেম্বার। তবে লেয়ারভিত্তিক থানা আইএসপি সদস্য ভোট দেবেন থানা আইএসপিকে, জেলা আইএসপি ভোট দেবেন জেলা আইএসপিকে। এ ছাড়া, ডিভিশন আইএসপি ভোট দেবেন ডিভিশন আইএসপিকে, ন্যাশন আইএসপি ভোট দেবেন ন্যাশন আইএসপিকে।
তিনি বলেন, ‘ন্যাশন আইএসপি থেকে চার জন, ডিভিশন আইএসপি থেকে তিন জন, জেলা আইএসপি থেকে তিন জন, থানা আইএসপি থেকে তিন জন করে মোট প্রতিনিধি থাকবেন ১৩ জন। সামনে যখন কোনো ইজিএম হবে তখন আমরা সকল আইএসপি উপস্থিত থাকতে পারব এবং ভোটও দিতে পারব। যা এতদিন সম্ভব হতো না।’
সংগঠনের সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী কমিটির সদ্য পদত্যাগী জ্যেষ্ঠ সহসভাপতি এস এম জাকির হোসাইন ছাড়া সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় সাধারণ সদস্যদের মধ্যে সাবেক সভাপতি আমিনুল হাকিম, অগ্নি সিস্টেমের মোহাম্মাদ আব্দুল সালাম, এক্সসেস টেলের রেজাউল করিম, বাংলানেট টেকনোলজির জোবায়ের আল মাহমুদ, ব্রিক্স সিস্টেমের সোহেল ইসলাম, এডিএন’র আজহার চৌধুরী জুয়েল, তালমুড়ি ব্রডব্যান্ডের এমদাদুল হক কাফি, মাজেদা নেটওয়ার্কে’র নেয়ামুল হক, এফআরসি কমিউনিকেশনের রাইসুল বাদল, আইটিবেসের মীর মোশাররফ হোসাইন, রেড ডেটার মঈনুদ্দিন আহমেদ, এফএনএফ’র শাহরিয়ার রুবেন্স, মিলেনিয়াম কম্পিটার্স’র কাজী সাজ্জাদ হোসেন রতন প্রমুখ বক্তব্য দেন।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম