সাবেকমন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার
সিনিয়র করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ২০:১৭ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২২:৪৩
৬ অক্টোবর ২০২৪ ২০:১৭ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২২:৪৩
ঢাকা: আওয়ামী লীগ সরকারের সাবেকমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তবে তাকে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সেটা জানা যায়নি।
সাবের হোসেন চৌধুরী সর্বশেষ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই দিনই দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর পর থেকে বিগত সরকারের উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের সাবেক আইজিপি, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সারাবাংলা/পিটিএম