ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু আরও ৪ জনের
৬ অক্টোবর ২০২৪ ১৯:৪১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২৩:৩৫
ঢাকা: শনিবার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে থেকে রোববার (৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২২৫ জন। চলতি বছর একদিনে এটিই সর্বোচ্চ শনাক্তের তথ্য। এর আগে, ২৯ সেপ্টেম্বর এক হাজার ২২১ জন আক্রান্তের তথ্য জানানো হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সারাদেশে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১৮৬ জন।
এখন পর্যন্ত দেশে চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৫৯০ জন। এর মাঝে ৩২ হাজার ৮০১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
রোববার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্ত এক হাজার ২২১ জনের মাঝে পুরুষ ৮০৪ জন এবং ৪২১ জন নারী। এর মাঝে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৬৫ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ২৬৭ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।
বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, খুলনা বিভাগে ১১১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৫৩ জন, বরিশাল বিভাগে ৮৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন সাত জন।
স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৯০ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১৮৬ জন। এর মাঝে ৫০ দশমিক ৫ শতাংশ নারী ও ৪৯ দশমিক ৫ শতাংশ পুরুষ।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ৬০৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন আছেন।