Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার


৬ অক্টোবর ২০২৪ ১৯:২৫ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ১৯:৫৬

দিনাজপুর : বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

মাসুদ বিরামপুর শহরের পূর্বজগন্নাথপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাশতকতার মামলায় গ্রেফতার দেখিয়ে মাসুদ রানাকে রোববার (৬ অক্টোবর) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় নাশকতার অভিযোগে ৯ সেপ্টেম্বর পাঁচ-ছয়শ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। মামলায় নাম উল্লেখ না থাকলেও তদন্তকালে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় মাসুদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর