পড়াশোনা নিয়ে বকাঝকা, বিষপানে কলেজ ছাত্রীর আত্মহত্যা
৬ অক্টোবর ২০২৪ ১৭:২৩ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ১৮:১৫
ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকায় পড়াশোনা নিয়ে বকাঝকা করায় এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
রোববার (৬ অক্টোবর) সকালে হাজারীবাগের ভাগলপুর লেনে তাদের নিজ বাসায় এ ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী শিক্ষার্থীর নাম অদিতি। তিনি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
অদিতির বাবা লিটন চন্দ্র দে জানান, গতরাতে পড়াশুনা নিয়ে অদিতিকে বকাঝকা করা হয়। সকালে সে নিজেই জানায়, ‘আমি বিষ খেয়েছি’। পরে সে অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাজারীবাগ থেকে স্বজনরা ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানিয়েছে, সে বাসায় বিষ খেয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনজে