Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুমানভিত্তিক কথা বলতে চাই না: নৌ উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ১৭:১৯ | আপডেট: ৬ অক্টোবর ২০২৪ ২১:৩০

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) দুটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় অনুমানভিত্তিক কোনো কথা বলতে চান না বলে জানিয়েছেন নৌ পরিবহণ এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (৬ অক্টোবর) দুপুরে বিএসসি কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নৌ উপদেষ্টা বলেন, নিরাপত্তা বিশেষজ্ঞ থেকে শুরু করে যারা তেলবাহী ট্যাংকার নিয়ে কাজ করেছেন তাদের নিয়ে ১০ জনের একটি কমিটি করা হয়েছে। আমি ফিরে যাওয়ার পর এটা কার্যকর হবে। এখানে উনারা আসবেন এবং তদন্ত করবেন। যে বিষয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে সে ধরণের কিছু আছে কি না। কোনো অনুমান ভিত্তিক কথা আমি বলতে চাই না।

এম সাখাওয়াত হোসেন বলেন, পরপর একইরকম দুটি ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে মানুষের মনে সন্দেহ থাকতে পারে। সে সন্দেহ দূর করতে এবং প্রকৃত ঘটনা বের করে আনার জন্য নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। একজন অতিরিক্ত সচিব এর প্রধান থাকবেন। এখানে সব ধরণের বিশেষজ্ঞরা থাকবে।

তিনি আরও বলেন, গত ৪ অক্টোবর রাতে বাংলার সৌরভে এ ঘটনা যখন ঘটেছে সে সময় এমডি আমাকে জানিয়েছে। আমি তাদের বলেছিলাম এ ব্যাপারে বিএসসি থেকে তাৎক্ষণিক একটি তদন্ত কমিটি করা হোক। যেহেতু ইনসুরেন্সের বিষয় আছে। এ ঘটনায় একজন মারা গেছেন। এর আগেও তিনজন মারা গেছে, এটা খুব দুঃখের বিষয়।

তিনি জানান, যারা মারা গেছেন তারা প্রশিক্ষণ পাওয়া মানুষ। প্রত্যেকটি জীবন গুরুত্বপূর্ণ। আমরা কিছু কিছু কাজ করি যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা জেনে শুনেই ওসব কাজ করি। আগে যারা মারা গেছে তাদের পরিবারের জন্য বিএসসি কিছু করেছে। এখন যে মারা গেছেন তার জন্যও কিছু করবে। যিনি মারা গেছেন তিনি কিন্তু অগ্নিদগ্ধ হয়ে মারা যাননি। আতংকে মারা গেছেন।

বিজ্ঞাপন

নৌ উপদেষ্টা বলেন, জাহাজে আগুন লেগেছে তাই কিছু সেফটির বিষয় দেখতে হবে। এরপর বাংলার সৌরভ থেকে অপরিশোধিত তেল স্থানান্তর করা হবে। বিপিসিকেও বলেছি, টার্মিনালের ক্যাপাসিটি বাড়ান।

নতুন জাহাজ কেনা নিয়ে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, একটি টিম কাজ করছে দাম নির্ধারণের জন্য। আমরা দাম কমানোর চেষ্টা করছি। কে টাকা নিয়ে গেল তা বের করা মুশকিল। কাউকে টাকা দিয়ে থাকলে কীভাবে বের করব? এখন তো ডলার ফ্ল্যাকচুয়েট করছে। ডলার ছিল ৯০ টাকা, না ৯৫ টাকা। এটা তো এনকিউয়ারি (তদন্ত) হবে। প্রকল্প বন্ধ থাকলে জাহাজ তো পাব না।

এ সময় বিএসসির এমডি কমডোর মাহমুদুল মালেক উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/এমপি

চট্টগ্রাম নৌ উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর