Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ঘুমন্ত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা


৬ অক্টোবর ২০২৪ ১৭:০৫

মুন্সীগঞ্জ: জেলার টঙ্গীবাড়ীতে নিজ শোবার ঘর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

রোববার (৬ অক্টোবর) উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের মধ্য খলাগাঁও গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা মরদেহটি ফজিলত বেগম (৭০) নামে এক বৃদ্ধার। তিনি হাসাইল বানারী ইউনিয়নের বাসিন্দা।

বৃদ্ধার ছেলে ফজল বলেন, ‘প্রতিদিনের মতো আজ সকালেও কাজের উদ্দেশ্যে বের হই। হঠাৎ আমার স্ত্রী ফোন করে জানায়, মা মারা গেছেন। পরে বাড়িতে এসে দেখি কে বা কারা মাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলছে। মায়ের শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। বাড়িতে মা একাই থাকতেন।’

তিনি আরও বলেন, ‘আমার জানা মতে, আমার মায়ের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। এর আগেও কারা যেন মায়ের কাছে টাকা চেয়েছিল। কিন্তু সে তখন দেয় নাই দেখে গালাগালি করছিল। তখন তাদের নাম জানতে চাইলে মা বলে নাই। আমার মনে হচ্ছে, তারাই মাকে খুন করছে।’

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুহিদুল ইসলাম জানান, বিষয়টি দ্রুত তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

কুপিয়ে হত্যা বৃদ্ধা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর