Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেখানে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৬ অক্টোবর ২০২৪ ১৪:৪৪

পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে ভারত। দুই দলের মাঝে হয়ে যাওয়া ১৩ ম্যাচের ১২টিতেই জিতেছে ভারত, বাংলাদেশের জয় মাত্র একটিতে। তবে আজ গোয়ালিয়রে শুরু হতে যাওয়া টি-২০ সিরিজে একটি জায়গায় ভারতের চেয়ে বেশ এগিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ। ভারতীয় স্কোয়াডের চেয়ে বাংলাদেশের স্কোয়াডের টি-২০ খেলার অভিজ্ঞতা প্রায় দ্বিগুণ!

বাংলাদেশের বিপক্ষে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে অপেক্ষাকৃত তরুণ স্কোয়াড ঘোষণা করেছে ভারত। এই স্কোয়াডের সবাই মিলে টি-২০ খেলেছেন ৩৮৯টি। ১০২ ম্যাচ খেলে স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। স্কোয়াডের একমাত্র সদস্য হিসেবে একশর বেশি ম্যাচ খেলেছেন তিনি। বাকিদের বেশিরভাগই এক বছরের কম সময় ধরে ভারতীয় স্কোয়াডে সুযোগ পাচ্ছেন। বিশেষ করে টি-২০ বিশ্বকাপের পর রোহিত-কোহলি-জাদেজাদের বিদায়ের পরেই নতুন মুখ হিসেবে স্কোয়াডে নাম লিখিয়েছেন তারা।

বিজ্ঞাপন

অন্যদিকে বাংলাদেশের স্কোয়াডের মোট অভিজ্ঞতা ৬৪৪ ম্যাচের। ৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন সর্বোচ্চ ১৩৮ ম্যাচ। দ্বিতীয় সর্বোচ্চ ১০৩ ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। এছাড়াও লিটন খেলেছেন ৮৯ ম্যাচ, তাসকিনের আছে ৬৭ ম্যাচের অভিজ্ঞতা। অধিনায়ক শান্ত খেলেছেন ৪৫টি টি-২০ ম্যাচ, হৃদয়ের আছে ২৯ ম্যাচের অভিজ্ঞতা।

আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ভারত সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর