Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্ট সিরিজের হতাশা কাটবে টি-২০ সিরিজে?

স্পোর্টস ডেস্ক
৬ অক্টোবর ২০২৪ ১২:০৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৬

পাকিস্তানের বিপক্ষে দারুণ এক সিরিজ জয়ের পর ভারত বধের আশা নিয়েই চেন্নাইতে পা রেখেছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে সেই আশায় গুড়েবালি। আজ গোয়ালিয়রে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত টি-২০ সিরিজ। প্রথম ম্যাচে শ্রীমান্ত মাধবরাও স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। নাজমুল হোসেন শান্তর দল কি পারবে টি-২০ সিরিজে ঘুরে দাঁড়িয়ে টেস্টের হতাশা ভুলতে?

পরিসংখ্যান 

টি-২০ ফরম্যাটে মোট ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ১৩ ম্যাচের মাঝে ১২টিতেই জয় পেয়েছে ভারত। বাংলাদেশ জয় পেয়েছে মাত্র এক ম্যাচে। সেই একটি জয় এসেছিল আবার ভারতের মাটিতেই। ২০১৯ সালে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

পিচ ও কন্ডিশন

গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও মাঠে প্রথমবারের মতো হতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ। পিচ নিয়ে তাই কোন পূর্ব রেকর্ড ধরে এগোতে পারছে না দুই দল। তবে ধারণা করা হচ্ছে ব্যাটিং বান্ধব উইকেটেই হতে যাচ্ছে প্রথম ম্যাচ। ভেন্যুতে দিনের বেলায় তীব্র গরম থাকলেও সন্ধ্যার পর বেশ ঠাণ্ডা হয়ে আসবে পরিবেশ।

পিচ ও কন্ডিশনকে ছাপিয়ে গোয়ালিয়রের ম্যাচের আগে সবচেয়ে আলোচিত ইস্যু ভেন্যুর নিরাপত্তা। হিন্দু মহাসভার ডাকা বন্ধ ও হুমকির মুখে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে পুরো শহরজুড়ে। স্টেডিয়ামেও কঠোর নিরাপত্তায় থাকবেন ২৫০০ পুলিশ। একই সাথে টিম হোটেলেও থাকবে বাড়তি নিরাপত্তা। স্টেডিয়ামে দর্শকের প্রবেশের ব্যাপারে রাখা হয়েছে নানা বাড়তি সতর্কতা।

দলের খবর 

টেস্ট সিরিজের পর টি-২০ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ স্কোয়াডে যোগ দিয়েছেন বেশ কয়েকজন নতুন ক্রিকেটার। টি-২০ সিরিজে তাই দেখা যাবে ভিন্ন এক বাংলাদেশ দলকে। ওপেনিংয়ে লিটনের সাথে দেখা যেতে পারে পারভেজ ইমনকে। টি-২০ স্কোয়াডের পরিচিত মুখ তৌহিদ হৃদয়, রিশাদ হোসেন, মোস্তাফিজ, তানজিম সাকিব সবাই থাকতে পারেন প্রথম ম্যাচের একাদশে। সাকিব না থাকলেও অলরাউন্ডার হিসেবে থাকছেন মেহেদি মিরাজ।

বিজ্ঞাপন

ভারতীয় একাদশে থাকছেন না টেস্ট একাদশের কেউই। তারুণ্য নির্ভর ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন সূর্যকুমার যাদব। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে থাকবেন হার্দিক পান্ডিয়া। ভারতের হয়ে আজ অভিষেক হতে পারে তেরাওয়ারি মায়াংকের।

টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতেই চোখ শান্তর

সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, ভারতের বিপক্ষে সিরিজকে তারা ২০২৬ টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন, ‘এই সিরিজ থেকে ক্রিকেটাররা নতুন ভঙ্গিতে খেলবেন। সবাই জয়ের জন্য মাঠে নামবে। এই সিরিজে যারা আছেন ও আরও ৪-৫ জন ক্রিকেটার, তাদের সবাই আগামী বিশ্বকাপে খেলবেন। এই সিরিজ থেকেই তাই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে হবে।’

সম্ভাব্য একাদশ 

বাংলাদেশ- লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ভারত- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নিতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিশোনি, মায়াংক যাদব, আরশদিপ সিং

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ভারত সিরিজ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর