Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যালেসকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
৫ অক্টোবর ২০২৪ ১৯:৪২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৩

ম্যানচেস্টার সিটি ও আর্সেনালকে পেছনে ফেলে গত সপ্তাহেই ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছিল লিভারপুল। আজ অ্যাওয়ে ম্যাচে ডিয়েগো জোতার একমাত্র গোলে ১-০ ব্যবধানে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল অল রেডরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। ৯ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন জোতা। গ্যাপকোর বাড়ানো বলে দারুণ এক শটে গোল পান তিনি। গোল দিয়েই লিভারপুলের জার্সি গায়ে নিজের শততম ম্যাচ স্মরণীয় করে রাখলেন তিনি।

বিজ্ঞাপন

প্রথমার্ধের আগে ম্যাচে সমতা আনার দারুণ সুযোগ এসেছিল প্যালেসের সামনে। সারের শট দারুণভাবে বাঁচিয়ে দেন অ্যালিসন। প্রথমার্ধ শেষে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় লিভারপুল।

৫৭ মিনিটে লিড দ্বিগুণের সুযোগ হাতছাড়া করেন মোহাম্মদ সালাহ। তার শট বাঁচিয়ে দিয়েছেন প্যালেস কিপার হ্যান্ডারসন। ৬৪ মিনিটে এনকেতিয়ার শট ঠেকিয়ে দেন অ্যালিসন। ৭১ মিনিটে এজের শটও পরাস্ত হয় অ্যালিসনের সুবাদে। ৮৫ মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাক সাজালেও শেষ পর্যন্ত গোলের মুখে এসে এলোমেলো হয়ে পড়ে প্যালেসের আক্রমণভাগ।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এই জয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল তারা।

সারাবাংলা/এফএম

ইংলিশ প্রিমিয়ার লিগ লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর