আইএস উৎখাতে প্রাণ দিয়েছে ইরাকের ১১ হাজার মানুষ
২১ ডিসেম্বর ২০১৭ ১০:৪৭ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:১১
সারাবাংলা ডেস্ক
ইরাকের মাসুক শহর থেকে জঙ্গী ইসলামিক স্টেট (আইএস) উৎখাত করতে অন্তত ৯ হাজার থেকে ১১ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) অনুসন্ধানে এ তথ্য ওঠে এসেছে।
এপির তথ্যানুযায়ী, বেসামরিক মানুষের নিহতের হার আগের যেকোনো তুলনায় ১০ গুণ বেশি। তবে এপির ওই অনুসন্ধনী তথ্যের ব্যাপারে ইরাক সরকার কিংবা আইএস থেকে কোনো প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি।
এদিকে গত এক বছরের বেশি সময়ে অর্থাৎ ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের জুলাই পর্যন্ত ইরাকি-মার্কিন জোট বাহিনীর হামলায় অন্তত ৩ হাজার ২০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়। তবে মার্কিন জোট বাহিনী মাত্র ৩২৬ জনের নিহতের কথা স্বীকার করেছে।
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এপিকে ১ হাজার ২৬০ জন বেসামরিক নাগরিক নিহতের খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মার্কিন জোট বাহিনীর কাছে পরিপূর্ণ তথ্য নেই। কারণ তারা ড্রোন ব্যবহার করে এবং পাইলটদের দেয়া তথ্যের ভিত্তিতে নিহতের ওই তথ্য জানিয়েছে।
সারাবাংলা/ এমএইচটি