বিএসসি’র জাহাজে আগুন: ‘নাশকতা’ বলছেন এমডি
৫ অক্টোবর ২০২৪ ১৫:০৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৪
চট্টগ্রাম ব্যুরো: পাঁচদিনের ব্যবধানে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) আরেকটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনাকে ‘নাশকতা’ বলে আশংকা করছেন প্রতিষ্ঠানটির এমডি কমডোর মাহমুদুল মালেক।
শনিবার (৫ অক্টোবর) সকালে বিএসসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
শুক্রবার (৪ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে বঙ্গোপসাগরে পতেঙ্গা এলাকায় নোঙর করা বিএসসির মালিকানাধীন ‘এমটি বাংলার সৌরভ’ নামে তেলবাহী ওই জাহাজটিতে আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় জাহাজটির স্টুয়ার্ড সাদেক মিয়া (৫৯) মারা যান। নিহত সাদেকের বাড়ি নোয়াখালী জেলায়।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটে। এ জাহাজও বিএসসির মালিকানাধীন ছিল। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়। তিনজনই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে কমডোর মাহমুদুল মালেক বলেন, ‘বাংলার সৌরভ জাহাজের সম্মুখ অংশ থেকে একইসঙ্গে চার জায়গায় আগুন লাগার ঘটনা ঘটে। অথচ জাহাজে কোনো বিস্ফোরণ হয়নি। তাই আমাদের আশঙ্কা এটা নাশকতা। রাতের ১২টা ৩ মিনিটে বাংলার সৌরভ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সমুদ্র খুব উত্তাল ছিল। বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কষ্টকর হয়ে পড়েছিল। অল্প সময়ের মধ্যে নৌবাহিনী, কোস্টগার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাতটি টাগবোট একযোগে অপারেশন পরিচালনা করে। প্রায় দেড় ঘন্টায় অগ্নি নির্বাপন করার পরে বাতাসের কারণে ভেতর থেকে আবার আগুন জ্বলে ওঠে।
কমডোর মাহমুদুল মালেক বলেন, যখন জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে ঠিক একইসময়ে পাশ দিয়ে একটি স্পীডবোটও যায়। যেহেতু গ্যাস ফর্ম কিংবা অন্য কোনো কারণে আগুন লাগার ঘটেনি। তাই আমরা ধারণা করছি, এটা নাশকতামূলক অগ্নিকাণ্ড হতে পারে। কিন্তু সবকিছু তদন্তের পরেই জানা যাবে।
তিনি আরও বলেন, এটা লাস্ট সার্ভিস হওয়ার কথা ছিল বাংলার সৌরভের। এ জাহাজে তেল ছিল ১১ হাজার ৫৫ টন। জাহাজে সর্বমোট জনবল ছিল ৪৮ জন। আগুন লাগার পর কিছু ক্রু অন্য বোটে এবং কেউ পানিতে ঝাঁপ দেয়। সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। শুধু একজন স্টুয়ারড ছিলেন, বয়স্কয়। উনার নাম সাদেক মিয়া। তীরে পৌঁছানোর পরও উনার সেন্স ছিল। ট্রমাজনিত কারণে হাসপাতালে নেয়ার পথে বা হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। যাদেরকে রেসকিউ করা হয়েছে, তাদের কেউ তেমন ইনজুরড হয়নি।
এ ঘটনায় বিএসসির টেকনিক্যাল ডিরেক্টরকে প্রধান করে আট সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কমডোর মাহমুদুল মালেক।
বিএসসির পর পর দুইটি অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ড জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বলে আশঙ্কা করে নৌবাহিনীর এ কর্মকর্তা বলেন, জাতীয় জ্বালানির জন্য ব্যাক টু ব্যাক এ ধরনের দুটি ঘটনা হুমকি স্বরূপ। কয়েকদিন আগে বাংলার জ্যোতিতে আগুন লেগেছিল। এরপর আগুন লাগল বাংলার সৌরভে। তাই আমরা ধারণা করছি, এ ঘটনা জাতীয় জ্বালানি নিরাপত্তা হুমকিতে ফেলার অপচেষ্টা। এ ঘটনায় কারা জড়িত তা শনাক্ত করা উচিত।
বিএসসির মালিকানাধীন সচল সাতটি জাহাজের মধ্যে বাংলার সৌরভ ও বাংলার জ্যোতি বন্দরের বহির্নোঙ্গর থেকে তেল লাইটারের কাজ করত। অপর পাঁচটি জাহাজ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য পরিবহনের কাজে নিয়োজিত আছে। ১৯৮৭ সালে নির্মিত জাহাজ দুটি ডেনমার্ক থেকে কেনার পর বিএসসির বহরে যুক্ত হয়।
সারাবাংলা/আইসি/ইআ