Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে অধিনায়কত্ব পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
৫ অক্টোবর ২০২৪ ১৫:০২

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের টি-১০ টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলস ওয়েভসের হয়ে খেলবেন সাকিব আল হাসান, সেটা নিশ্চিত ছিল আগেই। এবার জানা গেল, অধিনায়ক হিসেবেই লস অ্যাঞ্জেলসের হয়ে মাঠে নামবেন সাকিব।

টি-২০ থেকে অবসরের ঘোষণাটা ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই দিয়েছিলেন সাকিব। আন্তর্জাতিক টি-২০ ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন সাকিব। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের টি-১০ লেগে লস অ্যাঞ্জেলসে ডাক পেয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে না ফিরে সরাসরি যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব।

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলেসে শুধু খেলবেনই না সাকিব, থাকছেন দলের নেতৃত্বেও। দলের প্রথম ম্যাচের আগে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের অধিনায়ক থাকবেন সাকিব। তার নেতৃত্বে এই দলে খেলবে টিমাল মিলস, রুম্মান রাইস, টিম ডেভিড, জো বার্নসের মতো ক্রিকেটাররা।

নিজেদের প্রথম ম্যাচে সাকিবের দল আজ মাঠে নামবে নিউইয়র্ক লায়ন্সের বিপক্ষে। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় মাঠে নামবেন সাকিবরা। পরের দুই ম্যাচ ৬ অক্টোবর টেক্সাস গ্ল্যাডিয়েটরস ও ৭ অক্টোবরের ম্যাচ আটালান্টা কিংসের বিপক্ষে।

সারাবাংলা/এফএম

টি-১০ লিগ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর