Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডিবি কার্যালয়ে কোনো আয়না ঘর ও ভাতের হোটেল থাকবে না’


৫ অক্টোবর ২০২৪ ১৪:২৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৪

ঢাকা: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে কোনো আয়না ঘর থাক থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেছেন, ডিবি অফিসের কলঙ্কিত অধ্যায় শেষ করে পূত-পবিত্র ও পরিষ্কার করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। থাকবে না কোনো ভাতের হোটেল।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের যুগ্ম কমিশনার, উপকমিশনার ও ডিসি মিডিয়া।

বিজ্ঞাপন

রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবি অফিসে কোনো নায়ক-নায়িকা বা সেলিব্রেটির সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না ভাতের হোটেল। আসামি যেই হোক তিনি ন্যায় বিচার পাবেন।’

তিনি বলেন, ‘গ্রেফতার আসামিদের নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে আর কেউ যেন আতঙ্কিত না হয়, আমাদের শুধু যেন অপরাধীরাই ভয় পায়। আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব ততদিন ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্ব, সততার সঙ্গে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘যারা অসহায়, ভুক্তভোগী তাদের কথা শুনব। তাদের কীভাবে আইনি সহায়তা দেওয়া যায়, সেটাই দেখব। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশের ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসার স্থল।’

টপ নিউজ ডিবি কার্যালয় মহানগর গোয়েন্দা পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর