Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসসি’র জাহাজে বিস্ফোরণের আগুনে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৪ ১৩:৩৫ | আপডেট: ৫ অক্টোবর ২০২৪ ১৫:৫৯

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন আরও একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে বঙ্গোপসাগরে পতেঙ্গা এলাকায় নোঙর করা ‘এমটি বাংলার সৌরভ’ নামে তেলবাহী ওই জাহাজটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

নিহত ওই নাবিকের নাম সাদিক মিয়া বলে জানা গেছে। তিনি জাহাজের স্টুয়ার্ডের দায়িত্বে ছিলেন।

শনিবার (৫ অক্টোবর) সকালে বিএসসি এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক সাংবাদিকদের জানান, বাংলার সৌরভে ১১ হাজার ৫৫ টন অপরিশোধিত তেল ছিল। ৪৮ জন ক্রু ও ওয়াচম্যান ছিল। তাদের জীবিত উদ্ধার করা হয়েছিল। এরমধ্যে বিএসসির স্টুয়ার্ট সাদেক মিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান। বিএসসির টেকনিক্যাল ডিরেক্টরকে প্রধান করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩০ হাজার টনের একটি বিদেশি জাহাজ চাটারিং করা হয়েছে। এসপিএম চালু হলে লাইটারিং বন্ধ হবে।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান সারাবাংলাকে জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই জাহাজের নাবিকরা পানিতে লাফ দেন। পরে কোস্টগার্ডের সদস্যরা ৪৮ নাবিককে গিয়ে উদ্ধার করেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের বার্তা কক্ষ থেকে জানানো হয়েছিল শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কর্ণফুলী ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী একযোগে কাজ করেছে। রাত ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এরআগে, সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে বন্দরের ডলফিন জেটিতে তেল খালাসের সময় বিএসসি মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলার জ্যোতির সামনের অংশে বিস্ফোরণের পর আগুন লাগে। ওই ঘটনায় তিনজন নিহত হন।

বিজ্ঞাপন

বিএসসির মালিকানাধীন সচল সাতটি জাহাজের মধ্যে বাংলার সৌরভ ও বাংলার জ্যোতি বন্দরের বহির্নোঙ্গর থেকে তেল লাইটারের কাজ করত। অপর পাঁচটি জাহাজ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য পরিবহনের কাজে নিয়োজিত আছে।

১৯৮৭ সালে নির্মিত জাহাজ দুটি ডেনমার্ক থেকে কেনার পর বিএসসির বহরে যুক্ত হয়।

সারাবাংলা/আইসি/ইআ

চট্টগ্রাম বিস্ফোরণে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর