পুকুরে পাওয়া গেল আ.লীগ নেতার মরদেহ
৪ অক্টোবর ২০২৪ ২০:২৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৪
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের পর শাহজাহান শেখ (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উদ্ধার করা হয় শাহজাহানের মরদেহ। তিনি বীরতারা এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। শাহজাহান নেশাগ্রস্ত ছিলেন বলে পরিবার জানিয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শাহজাহান। রাতেও বাড়ি না ফিরলে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শুক্রবার স্থানীয় কাঠালবাড়ি মসজিদসংলগ্ন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মুন্সি বলেন, পরিবার জানিয়েছে, বিয়ের আগে থেকে নিহত শাহজাহান মদপান করতেন। নিহতের বিষয়ে তাদের তাদের কোনো অভিযোগ নেই। মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখে মদের অস্তিত্ব পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
সারাবাংলা/টিআর