Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পুরনো বন্ধু’কে স্বাগত জানিয়ে ‘খুবই খুশি’ ড. ইউনূস

সারাবাংলা ডেস্ক
৪ অক্টোবর ২০২৪ ১৫:৫৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫১

বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। ছবি: পিআইডি

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথম কোনো সরকারপ্রধান হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ২টায় ঢাকা পৌঁছান আনোয়ার ইব্রাহিম। তাকে স্বাগত জানানোর পর সেখানেই সংক্ষিপ্ত একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

আনোয়ার ইব্রাহিমকে নিজের ‘পুরনো বন্ধু’ হিসেবে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। বলেন, ঢাকায় পুরনো এই বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি ‘খুবই খুশি’।

প্রধান উপদেষ্টার প্রেসউইং জানিয়েছে, বৈঠকে অধ্যাপক ইউনূস ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলন, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকারের সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও এর নেতাদের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন। দুই নেতা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপাক্ষিক বৈঠকের ভেন্যুতে যান।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সফরই বিদেশি কোনো সরকারপ্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর। মন্ত্রিপরিষদ সদস্য, মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ ৫৮ সদস্যের একটি প্রতিনিধি দল সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন।

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনৈতিক সহায়তা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা হবে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা কামনা করবে বাংলাদেশ। পাশাপাশি আসিয়ান কাঠামোর মধ্যে একটি ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আকাঙ্ক্ষাকে এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত সফরে দুই সরকারপ্রধানের বৈঠকের পর যৌথ বিবৃতি দেওয়া হবে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাড়ে চার ঘণ্টার সফর শেষে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। বাসস।

সারাবাংলা/টিআর

আনোয়ার ইব্রাহিম ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর