Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৪ ১৫:২১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫১

ঢাকা: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছেছেন।

শুক্রবার (৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ সময় তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে পৌঁছানোর পর মালয়শিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে গার্ড অব অনার দেওয়া হয়।

আজ বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন তিনি। সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা ৬টার দিকে আবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে এটিই বিদেশি কোনো সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।

সারাবাংলা/জিএস/ইআ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর