হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরে ইসরাইলের হামলা
৪ অক্টোবর ২০২৪ ১৩:৩৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫১
ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা বৈরুতে হিজবুল্লাহর সদর দফতরে হামলা চালিয়েছে। সৈন্যরা সীমান্তের কাছে হিজবুল্লাহর সদস্যদের সঙ্গে লড়াই করছে এবং যুদ্ধবিমানগুলো দেশের চারপাশে তাদের শক্তিশালী ঘাঁটিতে বোমাবর্ষণ করেছে।
ইসরাইল চলতি সপ্তাহে ঘোষণা দিয়েছে, সৈন্যরা দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে
‘স্থল অভিযান’ শুরু করেছে।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, বোমা হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ইতোমধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে নিমজ্জিত দেশটির কয়েক লক্ষ লোক বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর হামাসের ইসরাইলে আকস্মিক হামলার থেকে গাজায় যুদ্ধরত ইসরাইল তাদের উত্তর সীমান্তকে সুরক্ষিত রাখতে এবং গত এক বছরে হিজবুল্লাহর হামলায় বাস্তুচ্যুত ৬০ হাজারেরও বেশি লোককে নিরাপদে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করার দিকে অত্যধিক গুরুত্ব দিচ্ছে।
সারাবাংলা/ইআ