Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের দাবির মুখে রাবি অধ্যাপককে অব্যাহতি, তদন্ত কমিটি গঠন

রাবি করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৪ ০৮:৪৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫১

রাবি: শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করতে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সাদ আহমেদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল এবং এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে অব্যাহতি দেওয়া হলো।

তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগে অধ্যাপক এ. এফ. এম. মাসুদ আখতার, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক শাফিউল ইসলাম ও আইন বিভাগের অধ্যাপক মোর্শেদুল ইসলাম পিটার।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সাদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও গঠিত তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট প্রকাশ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, ৩০ সেপ্টেম্বর আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিভাগের নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়ে ফেসবুকে পোস্ট করা ও বিভাগের সভাপতি থাকাকালে অর্থ কেলেঙ্কারির অভিযোগ উল্লেখ করে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীরা। এরপর বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় বিভাগের শ্রেণিকক্ষ ও অফিস কক্ষগুলোতে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

অব্যাহতি তদন্ত কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর