ভারতে সড়ক দুর্ঘটনায় ১০ শ্রমিকের মৃত্যু
৪ অক্টোবর ২০২৪ ১১:২৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫১
ভারতে উত্তরপ্রদেশের মির্জাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার দিবাগত রাতে কাচোয়া সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, একটি ট্রাক্টর-ট্রেলার ১৩ জন শ্রমিক নিয়ে বারাণসীর দিকে যাচ্ছিল। তখন একটি ট্রাক সজোরে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
মির্জাপুরের পুলিশ সুপার অভিনন্দন কুমার সিং জানিয়েছেন, রাত ১টার দিকে তাদের কাছে খবর আসে কাচোয়া সীমান্তে জিটি রোডে একটি দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রাক্টরে থাকা ১৩ জনের মধ্যে ১০ জনই ঘটনাস্থলে মারা গেছেন।
এই ঘটনায় আহতদের বেনারাস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাক্টরে থাকা ১৩ শ্রমিক ভাদোহি জেলায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান মির্জাপুরের পুলিশ সুপার।
সারাবাংলা/ইআ