Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছাত্রদলের রাজনীতিতে মাদরাসা শিক্ষার্থীদের অংশীদারিত্ব থাকবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৪ ২২:১৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫১

বরিশাল: ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে ‘মডেল ছাত্র রাজনীতি’র কথা ভাবছে জাতীয়তাবাদী ছাত্রদল। মডেল ছাত্র রাজনীতিতে মাদরাসার শিক্ষার্থীদের অংশীদারিত্ব থাকবে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বরিশালের সাগরদী ইসলামিয়া কামিল মাদরাসা ও সাহেবেরহাট ফাজিল ডিগ্রী মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

নাছির বলেন, ‘বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তথাকথিত ছাত্র রাজনীতির নামে ছাত্র রাজনীতির শিষ্টাচার নষ্ট করেছে। শুধু তাই নয়, ভিন্নমত দমনের মাধ্যমে নিজেদের ফ্যাসিস্ট কর্তৃত্ব স্টাব্লিশড করেছে।’

তিনি বলেন, ‘ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে ছাত্রদল কাজ করছে। ভিন্নমত দমন নয়, ভিন্নমতকে গ্রহণু করার মানসিকতা থাকতে হবে। এটি ছাত্র রাজনীতির জন্য আবশ্যক।’

তিনি আরও বলেন, ‘মূলধারার বাইরে থাকা মাদরাসা শিক্ষাকে কীভাবে মূলধারায় নিয়ে আসা যায় তা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং ছাত্র রাজনীতির ভবিষ্যত নিয়ে ছাত্রদলের পরিকল্পনা তুলে ধরেছি। স্বাধীনতার পাঁচ দশকে মাদরাসা শিক্ষার উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। মাদরাসা শিক্ষার্থীদের পিছিয়ে দেওয়ার জন্য ফ্যাসিস্টরা ব্লেইমিং রাজনীতিতে তৎপর ছিল। মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থার মূল স্রোতে নিয়ে আসার জন্য বিএনপি কাজ করে যাচ্ছেন।’

নাছির বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। অনেকেই তাদের এ অবদানকে সেভাবে স্বীকার না করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্বীকার করছে এবং তাদের অবদানকে দেশের সামনে তুলে ধরার ব্যবস্থা নিয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/পিটিএম

ছাত্রদল টপ নিউজ মাদরাসা ছাত্র রাজনীতি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর