Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনিয়র অ্যাডভোকেট হলেন ৫৪ জন আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৪ ১৭:১৭ | আপডেট: ৩ অক্টোবর ২০২৪ ২১:৩০

বাংলাদেশের সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে ৫৪ আইনজীবীকে তালিকাভুক্ত (এনরোলমেন্ট) করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির প্রতিটি সদস্যের মতামতের ভিত্তিতে তাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তাদেরকে তালিকাভুক্ত করা হয়।

এ বিষয়ে বুধবার (২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ২৯১ জনকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত এনরোলমেন্ট কমিটির গত ৩ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর সভায় প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে নিম্নলিখিত আইনজীবীদেরকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) সিদ্ধান্ত গৃহীত হয়।

যারা সিনিয়র অ্যাডভোকেট হয়েছেন তাদের মধ্যে আছেন— মো. সাইদুর রহমান, শহীদুল ইসলাম, সৈয়দ এ বি মাহমুদুল হক, আবু তারিক, সিকদার মকবুল হক, এ কে এম মজিবুর রহমান, মো. হারুনার রশিদ, মকবুল আহমেদ, মো. শহীদুল করিম সিদ্দিক, মো.হেফজুল বারি, এ বি এম বায়েজিদ, শাহ মো. খসরুজ্জামান, মো. খালেদ আহমেদ, মো. খলিলুর রহমান, অমলেন্দু বিকাশ রায় চৌধুরী, গরিবে নেওয়াজ মুহাম্মদ, মো. মোশাররফ হোসেন মজুমদার, আবুল কাশেম এম ফজলুল হক খান, আব্দুল্লাহ আল মামুন, মো. ইসরাফিল হোসেন, মো. ফারুক (এম ফারুক), মো. হেলাল উদ্দিন মোল্লা, সৈয়দ মফিজুর রহমান, বিভাস চন্দ্র বিশ্বাস, মো. মফিজুর রহমান মজুমদার, মো. ফারুক আহমেদ, এ এইচ এম মুসফিকুর রহমান, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ হোসাইন ও বশির আহমেদ।

বিজ্ঞাপন

তালিকায় আরও আছেন— নিতায় রায় চৌধুরী, এম এ কাইয়ুম চৌধুরী, মো. তৌফিক ইনাম, শাহ মোহাম্মদ জহিরুল হক, স্বাসতী সরকার, মোহাম্মদ আব্দুল হান্নান, মো. গোলাম মোস্তফা, সুব্রত শাহ, মো.জাকির হোসেন, মো. শামসুল হক, এম. মাকসুদুল ইসলাম, শেখ মো. সিরাজুল ইসলাম, মো. আব্দুল হক, মো. ফজলুর রহমান, মো. আব্দুল হাই, এ জেড এম ফরিদুজ্জামান, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, নাহিদ ইয়াসমিন, মো. জাহাঙ্গীর কবীর, এ কে এম বদরুজ্জামান, ড. শরীফ মোহাম্মদ নুর উল্লাহ ভূইয়া, কে এস সলাহ উদ্দিন আহমেদ, শেখ মো. জাকির হোসেন ও মো. আসিফ হাসান।

সারাবাংলা/কেআইএফ/টিআর

এনরোলমেন্ট সিনিয়র অ্যাডভোকেট সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর