Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিক হত্যায় শ্রমিক নিরাপত্তা ফোরামের উদ্বেগ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৪ ১৬:৫৬ | আপডেট: ৩ অক্টোবর ২০২৪ ১৭:৪৬

ঢাকা: আশুলিয়া সাভারসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বকেয়া বেতনসহ বন্ধ কারখানা খুলে দেওয়ার মতো ন্যায্য দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলি এবং শ্রমিক হত্যা ও গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে শ্রমিক নিরাপত্তা ফোরাম।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শ্রমিক নিরাপত্তা ফোরাম সরকার, মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বলপ্রয়োগ বন্ধ করে শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত নিষ্পত্তি এবং প্রত্যেক কারখানা ও শিল্পাঞ্চলের ট্রেড ইউনিয়ন শ্রমিক প্রতিনিধি ও মালিকদের সমন্বয়ে শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তিতে ফলপ্রসূ আলোচনা চলমান রাখা এবং শিল্পাঞ্চলভিত্তিক শ্রমিক মালিক এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সমন্নিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে বন্ধ কারখানা খুলে দেওয়া, চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে ফিরিয়ে নেওয়াসহ সম্প্রতি শ্রমিক মালিকদের সই করা চুক্তি ও সরকার-মালিকের দেওয়া অঙ্গীকার দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে।

দেশের পোশাকশিল্পের ইতিহাসের অন্যতম ট্র্যাজেডি রানা প্লাজা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানাসহ দায়ীদের দ্রুত বিচার নিষ্পত্তির জন্য শ্রমিক নিরাপত্তা ফোরামের দীর্ঘদিনের দাবি পূরণের আহ্বান জানিয়েছে।

ফোরাম বলছে, রানা প্লাজা হত্যাকাণ্ডের দুঃসহ স্মৃতি আর আর্তনাদের ১১ বছর পার হলেও ওই ঘটনার বিচার এখনো সম্পন্ন হয়নি, মামলাও এগোচ্ছে ধীর গতিতে। আমরা সম্প্রতি রানার জামিনে বিস্মিত হয়েছি, যা পরে উচ্চ আদালতে স্থগিত করা হয়। ফোরাম নেতারা রানা প্লাজা ও তাজরীণ ট্র্যাজেডিসহ কর্মক্ষেত্রের সব দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/টিআর

শ্রমিক নিরাপত্তা ফোরাম শ্রমিক হত্যা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর