প্রবাসীরা ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ সুবিধা পাবেন
৩ অক্টোবর ২০২৪ ১৫:৪৪ | আপডেট: ৩ অক্টোবর ২০২৪ ২১:৩০
ঢাকা: একজন প্রবাসী ব্যাংক থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। প্রবাসীদের দেওয়া এ ঋণ তারা ইচ্ছামতো প্রয়োজনীয় খাতে ব্যয় করতে পারবেন। বৈধ চ্যানেলে পাঠানো রেমিট্যান্স থেকে তাদের ঋণের কিস্তি পরিশোধ করার সুযোগ থাকছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে করেছে। এরআগে, শুধু উচ্চ আয়ের প্রবাসীরা গৃহনির্মাণে স্বল্প পরিমাণ ঋণ পেতেন।
নতুন নীতিমালা অনুযায়ী ব্যাংক-গ্রাহকের সম্পর্ক ভিত্তিতে ঋণের সুদহার নির্ধারণের কথা বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বলা হয়েছে, যেসব বাংলাদেশি নাগরিক বিদেশে রয়েছেন (প্রবাসী) তারা এই ঋণ সুবিধার আওতায় বিবেচিত হবেন। প্রবাসেদের বৈধভাবে পাঠানো রেমিট্যান্সের ভিত্তিতে ঋণ পাওয়ার যাবতীয় বিষয় নির্ধারণ হবে। রেমিট্যান্স থেকে ঋণের কিস্তি পরিশোধ করার বিধান রাখা হয়েছে। ঋণ দেওয়র ক্ষেত্রে দেশের ব্যাংকিং নীতিমালার প্রচলিত ধারা মেনে চরার জন্য বলা হয়েছে।
সারাবাংলা/জিএস/ইআ