Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে মাদক সম্রাট বাদশা আটক

লোকাল করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৪ ১৪:১৫ | আপডেট: ৩ অক্টোবর ২০২৪ ১৪:৫৬

বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট ও মাফিয়া ডন খ্যাত-বাদশা মল্লিক ওরফে বাদশা মিয়াকে আটক করেছে বিজিবি।

বুধবার (২ অক্টোবর) রাতে রঘুনাথপুর সীমান্তের কোদলারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাদশা মল্লিক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত কেরামত মল্লিকের ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, কুখ্যাত মাদক সম্রাট বাদশা মিয়া রঘুনাথপুর সীমান্ত এলাকায় অবস্থায় করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র ব্যবসা, সোনা চোরাকারবারি, মাদক, হুন্ডি, খুন, পাচারকারীসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই বাদশা। সে ১৫ টিরও অধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

এরআগে, ৩১টি ওয়ান শ্যুটার গান, ৫ রাউন্ড গুলি ও ২৫৩ বোতল ফেনসিডিলসহ আটক হয় সীমান্তের এই ডন বাদশা। আটক বাদশা মিয়াকে থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় বিজিবি।

সারাবাংলা/ইআ

বেনাপোল মাদক সম্রাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর