Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রাবাদে বাসায় আগুন, দগ্ধ আরও একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৪ ১১:২৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৯

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে শুক্রাবাদের একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফেরণে দগ্ধের ঘটনায় নিপা আক্তার (২৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুইজনের মৃত্যু হলো।

বুধবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম নিপার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মো. তরিকুল ইসলাম জানান, শুক্রাবাদে আগুনে শিশুসহ তিনজন দগ্ধের ঘটনায় নিপা নামে একজন মারা গেছেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে মঙ্গলবার রাতে নিপার স্বামী টোটন (৩৫) মারা যায়। বর্তমানে নিপার ছেলে বায়েজিদ ৪৫ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে, গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে শুক্রাবাদ ২৭ নম্বর রোডের বাজার মসজিদের পাশের গলির একটি বাসায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, কারওয়ান বাজার মৎস আড়তের শ্রমিক টোটন (৩৫), তার স্ত্রী নিপা আক্তার (২৪) ও সাড়ে ৩ বছরের ছেলে শারীরিক প্রতিবন্ধী বায়েজিদ।

দগ্ধ নিপার মা রেহানা বেগম জানান, তাদের বাড়ি নরসিংদি জেলার রায়পুরা থানার কাচারীকান্দি গ্রামে। নিপার বাবার নাম আবুল হোসেন। গত ১ অক্টোবরে শুক্রাবাদ বাজার মসজিদের পাশে একটি বাড়ির নিচ তলায় ভাড়ায় উঠে ছিলেন টোটন-নিপা দম্পতি। নিপার স্বামী টোটন কারওয়ান বাজারে মৎস্য আড়তে কাজ করেন। আর নিপা অন্যের বাসাবাড়িতে কাজ করেন। তিন সন্তানের জনক জননী তারা। তবে বড় দুই ছেলে-মেয়ে গ্রামে দাদা-দাদির কাছে থাকেন। ছোট ছেলে শারীরিক প্রতিবন্ধী বায়েজিদ বাবা মায়ের সঙ্গে ওই বাসায় থাকেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ভোর ৫টার দিকে নিপা নিজেই ফোন দিয়ে তাকে জানান, তাদের বাসায় আগুন লেগেছে। তাদের শরীরও পুড়ে গেছে। তাদের দ্রুত বাঁচানোর আকুতি জানান। এর বেশি আর কিছু বলতে পারেনি তখন৷ পরবর্তীতে ওই বাড়িওয়ালা এবং প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে এই আগুন লাগতে পারে বলে তারা ধারণা করছেন।

সারাবাংলা/এসএসআর/ইআ

আগুনে দগ্ধ গ্যাস লাইন লিকেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর