Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ মাস পর চ্যাম্পিয়নস লিগে হারল রিয়াল

স্পোর্টস ডেস্ক
৩ অক্টোবর ২০২৪ ০৯:৩৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৯

চ্যাম্পিয়নস লিগ মানেই যেন অন্য এক রিয়াল মাদ্রিদ। সবশেষ ২০২৩ সালের মে মাসে এই টুর্নামেন্টে হারের স্বাদ পেয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নতুন মৌসুমের শুরুতেই ধাক্কা খেল রিয়াল। ফরাসি ক্লাব লিলের কাছে ১-০ ব্যবধানে হেরে ১৭ মাস পর চ্যাম্পিয়নস লিগে হারের তিক্ত স্বাদ পেল আনচেলত্তির দল।

ম্যাচের শুরু থেকেই রিয়ালের বিপক্ষে দাপটের সাথে খেলেছে লিল। দুইবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন লিলের জোনাথন ডেভিড। দুইবারই তাকে পরাস্ত করেন রিয়াল কিপার লুনিন। সুযোগ এসেছিল এন্ড্রিকের সামনেও। তিনিও বল জালে জড়াতে পারেননি লিল কিপারের কল্যাণে।

বিজ্ঞাপন

হাফ টাইমের ঠিক আগে বক্সের ভেতর কানাভিঙ্গা হ্যান্ডবল করলে পেনাল্টির আবেদন করে লিল। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ডেভিড। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় লিল।

বিরতির পর ম্যাচে ফেরার যথেষ্ট চেষ্টা করেছে রিয়াল। ৬৭ মিনিটে গোলের সুযোগ এসেছিল কিলিয়ান এমবাপের সামনে। সেই সুযোগ নষ্ট করেছেন তিনি। ৮৬ মিনিটে ম্যাচের সেরা সুযোগ পেয়েছিল রিয়াল। ভিনিসিয়াসের ক্রসে রুডিগারের দারুণ এক হেড অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন চেভালিয়ার।

শেষ পর্যন্ত আর গোল শোধ করতে না পারায় ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। সব টুর্নামেন্ট মিলিয়ে ৩৬ ম্যাচ পর হারের স্বাদ পেল রিয়াল। সবশেষ এই বছরের ১৮ জানুয়ারি কোপা দেল রের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেছিল রিয়াল।

রাতের অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। লিভারপুল ২-০ গোলে জিতেছে বোলগনার বিপক্ষে। বেনফিকা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। লাইপজিগের বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর