মাছ সংরক্ষণ-রফতানিতে সহযোগিতা করতে চায় চীন
৩ অক্টোবর ২০২৪ ০০:৪৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৫:০০
ঢাকা: সামুদ্রিক মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে বাংলাদেশে একটি কারখানা নির্মাণ করে সেখান থেকে রফতানির আগ্রহ দেখিয়েছে চীন।
বুধবার (২ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব কথা বলেন।
এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চীনের বিনিয়োগকারীরা সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করে চীনে মাছ রফতানি করতে চায়।’
বাংলাদেশ ও চীনের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘বাংলাদেশি পণ্য চীনের বাজারে শুল্কমুক্তভাবে রফতানিতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।’
আলোচনায় রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, কুচিয়া, পাট ও পাটজাত পণ্য এবং আম রফতানিতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, এ সমস্ত পণ্য চীনের বাজারে যথেষ্ট চাহিদা থাকায় বাংলাদেশ রফতানির সুযোগ নিতে পারে। এ সময় দুই দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্যে পৌঁছায়।
সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেনসহ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর সং ইয়াং, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি শি চেন, থার্ড সেক্রেটারি বাই জাওক্সি উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জেআর/পিটিএম