Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা

স্টাফ করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৪ ২২:০৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৯

ঢাকা: আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা। এ ছাড়া কমিশনের সদস্য পদে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন ও অধ্যাপক ড. নাঈমা হককে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ।

পৃথক প্রজ্ঞাপনের বলা হয়, নিয়োগের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিচারপতি জিনাত আরা ২০১৮ সালের ৯ অক্টোবর আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে ২০২০ সালের ১৪ মার্চ অবসরে যান। তিনি ছিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া দ্বিতীয় নারী বিচারপতি।

উল্লেখ্য, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিচারপতি জিনাত আরা ১৯৭৮ সালের ৩ নভেম্বর মুনসেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন। এরপর ১৯৯৫ সালের ১৫ সেপ্টেম্বর পদোন্নতি পেয়ে জেলা ও দায়রা জজ হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আইন কমিশন চেয়ারম্যান জিনাত আরা টপ নিউজ বিচারপতি

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর