Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ভূমি সচিব সালেহ আহমেদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৪ ২০:৪৯ | আপডেট: ৩ অক্টোবর ২০২৪ ০০:৫৭

ঢাকা: ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেলেন এ এস এম সালেহ আহমেদ। বুধবার (২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী এ এস এম সালেহ আহমেদকে দুই বছর মেয়াদে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান এবং ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে পদায়ন করা হলো।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মেয়াদে নিয়োগ দেওয়া হলো।

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ ভূমি মন্ত্রণালয় সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর