Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব ও শিশিরের ব্যাংক হিসাব তলব

স্পেশাল করেসপন্ডেন্ট
২ অক্টোবর ২০২৪ ১৫:৪১ | আপডেট: ২ অক্টোবর ২০২৪ ২০:০৩

ঢাকা: বিশ্বের সেরা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে।

বিজ্ঞাপন

বিএফআইইউর সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, হিসাব তলব করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

এর আগে, শেয়ার বাজারে কারসাজির অভিযোগে গত ২৪ সেপ্টেস্বর তারকা এই ক্রিকেটারকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সারাবাংলা/জিএস/ইআ

উম্মে আহমেদ শিশির ব্যাংক হিসাব তলব সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর