আবারও ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান
২ অক্টোবর ২০২৪ ১৩:২৭ | আপডেট: ২ অক্টোবর ২০২৪ ১৬:০৯
ঢাকা: ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ অক্টোবর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এদিন সকালে সালমান এফ রহমানকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেক মামলায় সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত দোহার থানার মামলায় তিন দিন এবং নবাবগঞ্জ থানার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকায় ছাত্র-জনতাকে হত্যা চেষ্টার অভিযোগে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া গত ৪ আগস্ট আন্দোলন চলাকালে ঢাকা জেলার দোহার থানা এলাকায় ছাত্রদের হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।
সারাবাংলা/কেআইএফ/ইআ