পিএসজিকে হারিয়ে নতুন মৌসুমে প্রথম জয় আর্সেনালের
২ অক্টোবর ২০২৪ ০৯:১৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৯
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে আটালান্টার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল আর্সেনাল। দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলেন তারা। কাই হ্যাভার্টজ ও বুকায়ো সাকার গোলে পিএসজিকে ২-০ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয়ের স্বাদ পেল গানার্সরা।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথম আঘাতটা আনে আর্সেনালই। ২০ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন হ্যাভার্টজ। ত্রোসার দুর্দান্ত এক পাসে বক্সের ভেতর বল পেয়েছিলেন হ্যাভার্টজ। সেখান থেকে ডোনারুমাকে একা পেয়ে গোল করতে ভুল করেননি তিনি।
২৭ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ নষ্ট করেন পিএসজির মেন্ডেস। ৩৫ মিনিটে লিড বাড়ায় আর্সেনাল। ত্রোসার আরেকটি পাসে গোল করেন সাকা। দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্সেনাল।
৬৬ মিনিটে আর্সেনাল কিপার রায়াকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে নেভাসের শট। ম্যাচে শেষ পর্যন্ত আর গোল পায়নি কোন দলই। ২-০ গোলের জয় নিয়েই তাই মাঠ ছেড়েছে আর্সেনাল।
রাতের অন্য ম্যাচে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে বেয়ার লেভারকুসেন। ৫১ মিনিটে পাওয়া বনিফেসের একমাত্র গোলে জয় পায় জার্মান চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে ক্রেভানা ভেদজাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছেন ইতালিয়ারন চ্যাম্পিয়ন ইন্টার মিলান।
সারাবাংলা/এফএম