দোকানে আগুন, দোকানিকে কুপিয়ে হত্যা
১ অক্টোবর ২০২৪ ১১:১৩ | আপডেট: ১ অক্টোবর ২০২৪ ২৩:৫২
নাটোর: লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের পূর্ব চৌষডাঙ্গা গ্রামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এর আগে ওই দোকানির দোকানেও আগুন দেওয়া হয়। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্বশত্রুতা জের ধরে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে চৌষডাঙ্গা গ্রামে আব্দুস সালাম (৫০) নামে ওই দোকানিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পরিবার। রাতেই হাঁসুয়া হাতে পালানো অবস্থায় গোধড়া এলাকায় সাহেব আলী (৩০) নামে অভিযুক্ত ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
নিহত আব্দুস সালাম (৫০) ওই গ্রামের ইয়াজউদ্দিন প্রামাণিকের ছেলে। মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। দোকানেই থাকতেন তিনি। আটক সাহেব আলী একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জের ধরে সাহেব আলী সোমবার দিবাগত রাতে আব্দুস সালামের দোকানে পেট্রোল দিয়ে আগুন দেয়। সালাম দোকান থেকে বের হলে গলায় হাঁসুয়া দিয়ে কোপ দেন সাহেব আলী। ঘটনাস্থলেই মৃত্যু হয় সালামের।
পুলিশ জানিয়েছে, গোধড়া সড়ক দিয়ে পালানোর সময় সাহেব আলীকে রক্তাক্ত হাঁসুয়া হাতে দেখতে পেয়ে আটকানোর চেষ্টা করেন স্থানীয়রা। সেখানে সাহেব আরেকজনকে কুপিয়ে আহত করে। পরে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, পূর্বশত্রুতার জেরে সালামকে হত্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আসামি থানায় আটক আছে। মামলার প্রস্তুতি চলছে।
সারাবাংলা/টিআর