Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ বিভাগে ভারী বর্ষণ, চট্টগ্রামে ভূমি ধসের শঙ্কা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৪ ২১:৩৯ | আপডেট: ১ অক্টোবর ২০২৪ ২১:৫১

বৃষ্টি। সারাবাংলা ফাইল ছবি

ঢাকা: আশ্বিন মাসের অর্ধেক পেরিয়ে গেলেও দেশে এখনো মৌসুমি বায়ুর প্রভাব কাটেনি, কাটেনি বৃষ্টিবাদলের শঙ্কাও। সেই মৌসুমি বায়ুর প্রভাবেই দেশের তিন বিভাগ— বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে আগামী দুই দিন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাব চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যার পর আবহাওয়া অধিদফতর ভারী বর্ষণের এই সতর্কবার্তা জারি করেছে।

বিজ্ঞাপন

খো. হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বুধবার (২ অক্টোবর) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

২৪ ঘণ্টা সময়ের মধ্যে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারী বর্ষণ বলা হয়। অন্যদিকে ২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে বলা হয় অতি ভারী বর্ষণ।

এদিকে ভারী বর্ষণের প্রভাবে পাহাড় ধসের শঙ্কার কথাও বলছে আবহাওয়া অধিদফতর। সতর্কবার্তায় বলা হয়েছে, ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের আশঙ্কা রয়েছে।

সারাবাংলা/টিআর

আবহাওয়া অধিদফতর বৃষ্টি ভারী বর্ষণ ভূমি ধস ভূমিধস সতর্কবার্তা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর