Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি শরিফুল ও মন্ত্রিপরিষদ সচিব কবিরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৪ ২০:০২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৩

ঢাকা: বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পিপি মীর আহমেদ আলী সালাম জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি পালিয়ে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে। এ জন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করেন।

তিনি আরও জানান, কবির বিন আনোয়ারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত সম্পদ পরিবারের সদস্যদের নামে দেওয়ার অভিযোগেরও অনুসন্ধান চলমান। দুদক জানতে পেরেছে, কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদ বিদেশে পালিয়ে যেতে পারেন। এ জন্য তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

কবির বিন আনোয়ার টপ নিউজ দেশত্যাগ নিষেধাজ্ঞা শরিফুল ইসলাম জিন্নাহ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর