Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজার ছুটি একদিনই থাকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৪ ১৪:২৩ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৩

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বিগত বছরগুলোর চেয়ে এবারের পূজা সবচেয়ে ভাল হবে। পূজা নির্বিঘ্ন করতে যা যা পদক্ষেপ নেওয়ার, সবই নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আশা করবো, এবারের পূজা আগের বারের চেয়ে অনেক ভালো হবে। এ জন্য সবার সাহায্য ও সহযোগিতা দরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি যেটা হয়েছে, সেটা সন্তোষজনক। যত দিন যাবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। এছাড়া বিভিন্ন মাজার ও দরগায় কীভাবে নিরাপত্তা দেওয়া যায়, তা নিয়ে বৈঠকে আমরা আলোচনা করেছি।

পূজার ছুটি তিনদিন করার দাবি নিয়ে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা হয়নি। এমনকি পূজার তিনদিন ছুটি করা নিয়ে আমি কোনোদিন বলিনি। এটা আমার পারভিউয়ের (আওতায়) মধ্যে পড়ে না।

এছাড়া বৈঠকে, পাবর্ত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্খিতি নিয়ে, উদ্ধার অভিযান, মাদক কিভাবে রোধ করা যায়, মিয়ানমার সীমান্ত, জঙ্গী সন্ত্রাসীরা যেন কোনোভাবে মুক্তি না পায় এ বিষয়েও আলোচনা করা হয় বলে জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে হবে। যত দিন যাবে তত আরো উন্নত তবে। পাবর্ত্য চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো। এটা যাতে স্থিতিশীল থাকে সেটার জন্য চেষ্টা থাকবে।

সারাবাংলা/জেআর/ইআ

দুর্গাপূজা পূজার ছুটি স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর