Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে মহানবীকে কটূক্তি: তরুণ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৪ ০৯:৩৯ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৭

চট্টগ্রাম ব্যুরো: ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদকে নিয়ে কটূক্তির অভিযোগে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতার পার্থ বিশ্বাস পিন্টু (২২) পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের লাউয়ারখিল গ্রামের বাসিন্দা।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন সারাবাংলাকে বিষয়টি জানিয়েছেন।

জেলা পুলিশের এক বার্তায় বলা হয়েছে, গ্রেফতার তরুণ রোববার ফেসবুকে নিজের আইডি থেকে মহানবীকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন৷ আবার একই পোস্টের কমেন্ট সেকশনেও কটূক্তি করেন।

পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকার মুসলমানদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

পরবর্তীতে পটিয়া থানা পুলিশ নগরীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ফেসবুকে পোস্ট করার কথা তিনি প্রাথমিকভাবে স্বীকার করেন।

এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের হয়েছে বলে জেলা পুলিশের বার্তায় বলা হয়েছে।

সারাবাংলা/আরডি/ইআ

কটূক্তি

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর