Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের উন্নয়ন হলেও ন্যায্য হিস্যা পাইনি— শ্বেতপত্র কমিটিকে শ্রমিকরা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২০ | আপডেট: ১ অক্টোবর ২০২৪ ০২:৩৮

সোমবার বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের উন্নয়ন হলেও শ্রমিকরা সেই উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেছেন শ্রমিকরা। তারা বলছেন, উন্নয়নের ন্যায্য হিস্যা তারা পায়নি। গত ১৫ বছরেও কাজের পরিবেশ উন্নত হয়নি, মজুরি যথোপযুক্ত নয়। এমনকি তারা অধিকার আদায়ে আন্দোলনও করতে পারেন না।

অর্থনৈতিক খাতের অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরতে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন শ্রমিক প্রতিনিথিধরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের নাজিয়া-সালমা হলরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আমরা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছি। গতকাল (রোববার, ২৯ সেপ্টেম্বর) তরুণ নেতাদের সঙ্গে বৈঠক করেছি। তারা নিজেদের মতামত দিয়েছেন। আজ বসলাম শ্রমিকদের সঙ্গে।

বৈঠকে শ্রমিকরা কী জানিয়েছেন— এ প্রসঙ্গে ড. দেবপ্রিয় বলেন, শ্রমিকরা আমাদের জানিয়েছেন, তাদের কল্যাণে যেসব উদ্যোগ নেওয়া দরকার ছিল তার কিছুই নেওয়া হয়নি। এ ছাড়া শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না। আমরা এখন আমাদের অধিকার চাই। ন্যায্য হিস্যা চাই।

এক প্রশ্নের জবাবে এই অর্থনীতিবিদ বলেন, আমরা সিলেট, রাজশাহী ও চট্টগ্রামে যাব, টাউনহল মিটিং করব। আমরা যারা এখানে সদস্য আছি আমাদের প্রত্যেকের গবেষণা আছে। কিন্তু আমরা একক কোনো সোর্সের ওপর নির্ভর করতে চাই না। সবার সঙ্গে কথা বলে তারপরই তিন মাসের মধ্যে একটি প্রতিবেদন দেওয়া হবে।

কমিটির কার্যক্রম কোন পর্যায়ে রয়েছে— এ বিষয়ে ড. দেবপ্রিয় বলেন, এরই মধ্যে আমরা কোন সদস্য কী কাজ করব, সেসব বিষয়ে দায়িত্ব ভাগ করে নিয়েছি। তথ্য-উপাত্তের উপযুক্ততা নিরুপণ করা হয়েছে। এখন অনেক কিছুই লেখার কাজ চলছে।

বিজ্ঞাপন

গত ২৯ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার ওপর শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত জানায় অন্তর্বর্তীকালীন সরকার। সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কমিটিতে পরে দেশের ১১ জন বিশেষজ্ঞকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

সারাবাংলা/জেজে/টিআর

ড. দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেতপত্র কমিটি শ্রমিকদের হিস্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর