Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু আক্রান্ত ৩১ হাজার ছুঁই ছুঁই, মৃত্যু আরও ৫ জনের


৩০ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৭ | আপডেট: ১ অক্টোবর ২০২৪ ০২:১৮

ঢাকা: দেশে ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ১৫২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হলেন ৩০ হাজার ৯৩৮ জন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করলেন ১৬৩ জন। আর ডেঙ্গু রোগীদের মধ্যে ২৭ হাজার ৩১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে সোমবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য জানিয়েছে।

অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত এক হাজার ১৫২ জনের মধ্যে পুরুষ ৭৫৮ জন, নারী ৩৯৪ জন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৪৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ২০৯ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৩ জন, খুলনা বিভাগে ৮৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে এ সংখ্যা ৪০ জন, রংপুর বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৭০। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হননি। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৮২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩৮ জন। এর মধ্যে ৬৩ শতাংশ পুরুষ, ৩৭ শতাংশ নারী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ১৬৩ জন। এর মধ্যে ৫০ দশমিক ৯ শতাংশ নারী, ৪৯ দশমিক ১ শতাংশ পুরুষ।

বিজ্ঞাপন

ডেঙ্গু ডেঙ্গুতে আক্রান্ত স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর