শচীনকে ছাড়িয়ে কোহলির নতুন রেকর্ড
৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২১
নিজের ক্যারিয়ারে তিনি বহুবার ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে। বিরাট কোহলি আজও শচীনকে ছাড়িয়ে পৌঁছে গেলেন নতুন উচ্চতায়। বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ২৭ হাজার রান পূর্ণ করেছেন কোহলি। ক্রিকেট ইতিহাসের দ্রুততম সময়ে এই কীর্তি গড়েছেন তিনি।
চতুর্থ দিনে ভারতের হয়ে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক মুডেই খেলেছেন কোহলি। ৪ চার ও এক ছক্কায় ৩৫ বলে ৪৭ রান করে সাকিবের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এই ইনিংস খেলার পথেই কোহলি তুলে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের ২৭ হাজার রান। কোহলি এই কীর্তি গড়েছেন নিজের ৫৯৪তম ইনিংসে। টেস্ট ইতিহাসে এটিই দ্রুততম সময়ে ২৭ হাজার রান ছোঁয়ার রেকর্ড।
আজকে পর্যন্ত টেস্টে কোহলির রান ১৯৪ ইনিংসে ৮৯১৮, ওয়ানডেতে ২৮৩ ইনিংসে ১৩৯০৬ রান ও টি-২০তে ১১৭ ইনিংসে ৪১৮৮ রান।
নতুন ইতিহাস গড়ার সময়ে কোহলি পেছনে ফেলেছেন শচীনকে। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান ছুঁতে শচীনের লেগেছিল ৬২৩ ইনিংস। বহু বছর ধরেই এই রেকর্ডের অধিকারী ছিলেন শচীন।
এই তালিকায় শচীনের পরে আছেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। তিনি ২৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ৬৪৮ ইনিংসে। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ২৭ হাজার রান ছুঁয়েছেন ৬৫০ ইনিংসে।
সারাবাংলা/এফএম