দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২
৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৫৭
দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। এ ঘটনায় ট্রাক চালক সিদ্দিককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ মাছ বাজারে এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের একজনের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপুর এলাকায়।
নিহতরা হলেন- আব্দুল গোফফার (৬৮) রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর চত্বরা এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে ও আনোয়ার হোসেন (৫০) দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রাম এলাকার ওমর আলীর ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল ৭টার দিকে ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা বেশকিছু ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানগুলো দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় আরো একজনের মৃত্যু হয়।
এছাড়া, গুরুতর আহত অবস্থায় আরো তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন বলেও জানান ওসি।
সারাবাংলা/ইআ