শেকৃবি ডিবেটিং সোসাইটির নতুন মডারেটর তাজুল ইসলাম
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৮
ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর হিসেবে নিযুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী। এছাড়াও আট সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ অনুমোদন দেন সংগঠনটির পৃষ্ঠপোষক উপাচার্য ড. মো আব্দুল লতিফ।
আন্দোলন পরবর্তী সময়ে ডিবেটিং সোসাইটির সংবিধান অনুযায়ী উপদেষ্টা পরিষদ গঠন বিষয়ে সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (২৯ সেপ্টেম্বর) পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা এবং মডারেটর অনুমোদন দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল লতিফ।
এছাড়াও উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে আছেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের প্রধান অধ্যাপক ড. রাশেদুল ইসলাম, অধ্যাপক ড. মো জাহাঙ্গীর আলম, অধ্যাপক জনাব আব্দুল লতিফ, সহযোগী অধ্যাপক ড. মো আরিফ হুসাইন, সহকারী অধ্যাপক ফয়সাল হোসাইন এবং সদ্য সাবেক সভাপতি নুর ইসলাম মাহমুদ।
সারাবাংলা/ইআ