Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা, শিশুসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৮

দিনাজপুর: জেলার বিরল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টার সময় দুই শিশুসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের মৌচুষা গ্রামের দীপপাড়া নামক স্থান থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার খানসামা উপজেলার টাংগুয়া গ্রামের প্রভাস চন্দ্র রায়ের ছেলে পঞ্চানন চন্দ্র রায় (৩৩), শ্যালক তপু চন্দ্র রায় (২৫), একই গ্রামের পরেশ চন্দ্র রায়ের মেয়ে তাপসী রাণী রায় (২৮) ও ছেলে দীপ্ত চন্দ্র রায় (০৩), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বৃন্দাবনপুর গ্রামের হরেন হেম্রমের কন্যা পাওলিনা হেম্রম (১৪)।

জানা গেছে, আটককৃতরা দালাল চক্রের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধভাবে রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮ এস সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপ পাড়া নামক স্থান দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন। খবর পেয়ে কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে।

৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দিনাজপুর জেলার বীরগঞ্জ, খানসামা ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন বয়সী পাঁচ জনকে আটক করে। আটককৃতদের বিরল থানায় হস্থান্তর করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম

ভারত শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর