হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত
আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৩ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৯
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০৩ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৯
লেবাননভিত্তিক শিয়া ইসলামপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। তার মৃত্যুতে একটি বিবৃতি জানিয়ে বিষয়টি হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়, বৈরুতে গত শুক্রবার ইসরাইলের চালানো বিমান হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে ৩২ বছর ধরে হিজবুল্লাহর যোগ্য নেতা হিসেবে তার দায়িত্বের অবসান হয়েছে।
এর আগে, ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকেও নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছিল। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক বার্তায় বলা হয়, ‘হাসান নাসরুল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না।’
সারাবাংলা/এমও