বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে নিষিদ্ধ এমি মার্টিনেজ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৪
কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার হারের পর ক্ষুব্ধ হয়ে ক্যামেরাম্যানকে আঘাত করেছিলেন তিনি। আর্জেন্টিনা গোলরক্ষক এমি মার্টিনেজ যে শাস্তি পেতে যাচ্ছেন সেটা অনেকটাই নিশ্চিত ছিল। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন জানিয়েছে, বাছাইপর্বের পরবর্তী ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এমিকে।
দুটি ঘটনার জন্য এমির উপরে নেমে এসেছে নিষেধাজ্ঞা। চিলির বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে জয়ের পর কোপা আমেরিকার ট্রফি হাতে উদযাপনের সময় অশ্লীল ভঙ্গি করেছিলেন তিনি। একই অঙ্গভঙ্গি তিনি করেছিলেন বিশ্বকাপ জয়ের পরেও। এরপর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হেরে যাওয়ার পর রাগে গোললাইনের পেছনে থাকা টিভি ক্যামেরাম্যানকে আঘাতও করেছিলেন এমি।
এই দুই ঘটনা নজর এড়ায়নি ফিফার। তারা বাছাইপর্বের আগামী দুই ম্যাচে নিষিদ্ধ করেছেন এমিকে। আগামী ১০ অক্টোবর ভেনিজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ মিস করবেন এমি।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এমির উপরে দেওয়া এই নিষেধাজ্ঞা নিয়ে প্রতিবাদ জানালেও শাস্তি মেনে নেওয়া হয়েছে। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার বাছাইপর্বের শীর্ষে আছে আর্জেন্টিনা।
সারাবাংলা/এফএম