Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:৪৩ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

কানপুর টেস্টের প্রথম দিনের শুরু থেকেই ছিল বৃষ্টির বাধা। গতকাল খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে এখনো শুরু হয়নি দ্বিতীয় দিনের খেলা।

গতকাল ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হয়েছিল নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর। টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। মাঝে টানা খেলা চললেও চা বিরতির আগেই আলোকস্বল্পতার কারণে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওই সময় পর্যন্ত ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান করেছিল বাংলাদেশ।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনে কিছুটা আগে শুরু হওয়ার কথা ছিল খেলা। তবে সেটা তো হয়েই ওঠেনি, এমনকি নির্ধারিত সময়েও শুরু করা সম্ভব হয়নি খেলা। কানপুরে আজ সকাল থেকেই থেমে থেমে হচ্ছে বষ্টি। পুরো মাঠ ঢেকে রাখা হয়েছে। দুই দলই অবস্থান করছে ড্রেসিংরুমে।

দুই আম্পায়ার এখন পর্যন্ত মাঠ পরিদর্শনে আসেননি। মাঠ পরিদর্শনের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে দিনের খেলা শুরুর ব্যাপারে।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ভারত সিরিজ

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর